Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জুন ২০২২ পর্যন্ত)                জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটারে, ২০২২)                জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার .৩৫ (২০২২)                খানার আকার . জন (২০২২)                লিঙ্গানুপাত (পুরুষ/নারী*১০০৯৭.৫ (২০২২)                স্থুল জন্মহার ১৯.৩ (২০২২)                স্থুল মৃত্যুহার . (২০২২)                প্রত্যাশিত গড় আয়ু ৭২. বছর (২০২২)                সাক্ষরতার হার ( বছর  তদূর্ধ্ব৭৬.% (২০২২)                স্থুল প্রতিবন্ধিতার হার ২৫. (প্রতি হাজারে, ২০২২)                দারিদ্র্যের হার ১৮.%                অতি দারিদ্র্যের হার .%                বেকার জনগোষ্ঠী .৬৩ মিলিয়ন                বেকারত্বের হার .%                মূল্যস্ফীতি .৬৩% (সেপ্টেম্বর ২০২৩)                মোবাইল ফোন ব্যবহারকারীর হার ( বছর  তদূর্ধ্ব৫৯.% (২০২২)                ইন্টারনেট ব্যবহারকারীর হার ( বছর  তদূর্ধ্ব৪১.% (২০২২)                মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে২০২২)                জিডিপি ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)                জিডিপি প্রবৃদ্ধির হার .২৫% (P)                জিএনআই ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)                মাথাপিছু আয় ,৭৬৫ মার্কিন ডলার                আমদানি ,০২৩ বিলিয়ন টাকা                রপ্তানি ,৭৬৪ বিলিয়ন টাকা                রেমিট্যান্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা                সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

রামগঞ্জ উপজেলার জনসংখ্যা ৩ লাখ ১৩ হাজার ২০৯ জন (প্রাথমিক, জুন ২০২২ পর্যন্ত)                লিঙ্গানুপাত (পুরুষ/নারী*১০০৮১.১ (প্রাথমিক, ২০২২)                আয়তন ১৬৯.৩১ বর্গকিলোমিটার (২০২২)                জনসংখ্যার ঘনত্ব ১৮৫০ (প্রতি বর্গকিলোমিটারে, ২০২২)                খানার সংখ্যা ৭৪ হাজার ৩০৮টি (প্রাথমিক, জুন ২০২২ পর্যন্ত)                খানার আকার .১৫ জন (২০২২)                সাক্ষরতার হার ( বছর  তদূর্ধ্ব৮২.% (২০২২)                জনসংখ্যা বৃদ্ধির হার .৮৪% (প্রাথমিক, ২০২২)                গ্রামের সংখ্যা ১৪৫ (২০২২)                মৌজার সংখ্যা ১৩২ (২০২২)                ইউনিয়নের সংখ্যা ১০ (২০২২)                পৌরসভার সংখ্যা ০১ (০৯টি ওয়ার্ড ও ১৮টি মহল্লা সম্বলিত, ২০২২)                                সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)                 


ভবিষ্যৎ পরিকল্পনা

বর্তমান বিশ্বে সরকারি ও বেসরকারি পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ২০০০ সালে গৃহীত ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals-MDGs)-এর বিভিন্ন সূচক পরিসংখ্যানের উপর ভিত্তি করে চূড়ান্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গৃহিত টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goals-SDGs)-এর অগ্রগতি মূল্যায়নে পরিসংখ্যানের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। এ লক্ষ্যে একটি ‘নতুন তথ্য বিপ্লব’ (New Data Revolution) এর আহ্বান জানানো হয়েছে এবং সার্বিক পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়নের জন্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এসব পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে। এছাড়াও প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ২০২০-২০২৫, , রূপকল্প ২০৪১ (স্মার্ট বাংলাদেশ), ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ সহ সকল জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রোডম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিসংখ্যান প্রণয়ন করার কাজে সদা নিয়োজিত বিবিএস। বিবিএস-এর মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ তথা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, জেলা পরিসংখ্যান কার্যালয়, উপজেলা পরিসংখ্যান কার্যালয় সদর দপ্তর হতে গৃহীত পরিকল্পনা অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ ও পরিসংখ্যানিক কাজে সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।