Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জুন ২০২২ পর্যন্ত)                জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটারে, ২০২২)                জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার .৩৫ (২০২২)                খানার আকার . জন (২০২২)                লিঙ্গানুপাত (পুরুষ/নারী*১০০৯৭.৫ (২০২২)                স্থুল জন্মহার ১৯.৩ (২০২২)                স্থুল মৃত্যুহার . (২০২২)                প্রত্যাশিত গড় আয়ু ৭২. বছর (২০২২)                সাক্ষরতার হার ( বছর  তদূর্ধ্ব৭৬.% (২০২২)                স্থুল প্রতিবন্ধিতার হার ২৫. (প্রতি হাজারে, ২০২২)                দারিদ্র্যের হার ১৮.%                অতি দারিদ্র্যের হার .%                বেকার জনগোষ্ঠী .৬৩ মিলিয়ন                বেকারত্বের হার .%                মূল্যস্ফীতি .৬৩% (সেপ্টেম্বর ২০২৩)                মোবাইল ফোন ব্যবহারকারীর হার ( বছর  তদূর্ধ্ব৫৯.% (২০২২)                ইন্টারনেট ব্যবহারকারীর হার ( বছর  তদূর্ধ্ব৪১.% (২০২২)                মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে২০২২)                জিডিপি ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)                জিডিপি প্রবৃদ্ধির হার .২৫% (P)                জিএনআই ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)                মাথাপিছু আয় ,৭৬৫ মার্কিন ডলার                আমদানি ,০২৩ বিলিয়ন টাকা                রপ্তানি ,৭৬৪ বিলিয়ন টাকা                রেমিট্যান্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা                সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

রামগঞ্জ উপজেলার জনসংখ্যা ৩ লাখ ১৩ হাজার ২০৯ জন (প্রাথমিক, জুন ২০২২ পর্যন্ত)                লিঙ্গানুপাত (পুরুষ/নারী*১০০৮১.১ (প্রাথমিক, ২০২২)                আয়তন ১৬৯.৩১ বর্গকিলোমিটার (২০২২)                জনসংখ্যার ঘনত্ব ১৮৫০ (প্রতি বর্গকিলোমিটারে, ২০২২)                খানার সংখ্যা ৭৪ হাজার ৩০৮টি (প্রাথমিক, জুন ২০২২ পর্যন্ত)                খানার আকার .১৫ জন (২০২২)                সাক্ষরতার হার ( বছর  তদূর্ধ্ব৮২.% (২০২২)                জনসংখ্যা বৃদ্ধির হার .৮৪% (প্রাথমিক, ২০২২)                গ্রামের সংখ্যা ১৪৫ (২০২২)                মৌজার সংখ্যা ১৩২ (২০২২)                ইউনিয়নের সংখ্যা ১০ (২০২২)                পৌরসভার সংখ্যা ০১ (০৯টি ওয়ার্ড ও ১৮টি মহল্লা সম্বলিত, ২০২২)                                সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)                 


শিরোনাম
জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর
ছবি
ডাউনলোড

জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদকৃত চমৎকার একটি সরকারি দপ্তর উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে জাতীয় তথ্য বাতায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু অধিকাংশ সরকারি দপ্তর কর্তৃক তথ্য বাতায়নে নিয়মিত হালনাগাদকরণের অভাবে প্রায়শই নাগরিক সেবা প্রদান বাধাগ্রস্ত হয়। সেক্ষেত্রে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, রামগঞ্জ, লক্ষ্মীপুর ব্যতিক্রম। এ দপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা জনাব মীর আন্‌-নাজমুস সাকিব মহোদয় যোগদানের সাথে সাথেই তৎকালীন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়, চট্টগ্রাম-এর যুগ্মপরিচালক (অ.দা.) জনাব মোহাম্মদ ওয়াহিদুর রহমান মহোদয়, জেলা পরিসংখ্যান কার্যালয়, লক্ষ্মীপুর-এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব গৌতম কৃষ্ণ পাল মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, রামগঞ্জ, লক্ষ্মীপুর জনাব মোছা. শারমিন ইসলাম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় বাতায়নটিতে দপ্তরের প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদকরণ সম্পন্ন করেছেন।

 

জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণ দপ্তর প্রধানের দায়িত্বের মধ্যেই পড়ে। তা সত্ত্বেও একটি দপ্তরের তথ্য যখন দীর্ঘদিন ধরে জাতীয় তথ্য বাতায়ন-এ হালনাগাদহীন অবস্থায় পড়ে থাকে, তখন জনগণের জন্য সেবাগ্রহণ দূরহ হয়ে পড়ে। একজন নবযোগদানকৃত কর্মকর্তা যখন তা অল্প কয়েকদিনেই হালনাগাদ করে নব আঙ্গিকে নাগরিক সেবার দ্বার সবার জন্য উন্মুক্ত করেন, তখন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।


এ বাতায়নের নতুনত্বসমূহ :

  • বঙ্গবন্ধু কর্নার 
  • রামগঞ্জের গুরুত্বপূর্ণ তথ্যের সমন্বয়ে 'রামগঞ্জ তথ্যভান্ডার' 
  • বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত 'গুরুত্বপূর্ণ প্রকাশনাসমূহ'
  • কার্যালয়ের 'গুগোল ম্যাপ' 
  • রামগঞ্জের মানচিত্র ও উপজেলা ব্র্যান্ডিং
  • স্বপ্রণোদিতভাবে গুরুত্বপূর্ণ তথ্যের 'স্ক্রলিং'
  • সাংগঠনিক কাঠামোর পাশাপাশি বর্তমান জনবলের সৃষ্টপদ, কর্মরত পদ ও শূন্যপদের হিসাব তথা 'জনবলের হিসাব'  
  • স্মার্ট বাংলাদেশ ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর ব্র্যান্ডিং
  • ঘড়ি ও ক্যালেন্ডার 
  • মতামত ও অভিযোগ বাক্স