Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন (জুন ২০২২ পর্যন্ত)                জনসংখ্যার ঘনত্ব ১১৬৩ (প্রতি বর্গকিলোমিটারে, ২০২২)                জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার .৩৫ (২০২২)                খানার আকার . জন (২০২২)                লিঙ্গানুপাত (পুরুষ/নারী*১০০৯৭.৫ (২০২২)                স্থুল জন্মহার ১৯.৩ (২০২২)                স্থুল মৃত্যুহার . (২০২২)                প্রত্যাশিত গড় আয়ু ৭২. বছর (২০২২)                সাক্ষরতার হার ( বছর  তদূর্ধ্ব৭৬.% (২০২২)                স্থুল প্রতিবন্ধিতার হার ২৫. (প্রতি হাজারে, ২০২২)                দারিদ্র্যের হার ১৮.%                অতি দারিদ্র্যের হার .%                বেকার জনগোষ্ঠী .৬৩ মিলিয়ন                বেকারত্বের হার .%                মূল্যস্ফীতি .৬৩% (সেপ্টেম্বর ২০২৩)                মোবাইল ফোন ব্যবহারকারীর হার ( বছর  তদূর্ধ্ব৫৯.% (২০২২)                ইন্টারনেট ব্যবহারকারীর হার ( বছর  তদূর্ধ্ব৪১.% (২০২২)                মাতৃমৃত্যুর অনুপাত ১৫৬ (প্রতি লাখ জীবিত জন্মের বিপরীতে২০২২)                জিডিপি ৩৯,৭৬৫ বিলিয়ন টাকা (P)                জিডিপি প্রবৃদ্ধির হার .২৫% (P)                জিএনআই ৪১,২৪১ বিলিয়ন টাকা (P)                মাথাপিছু আয় ,৭৬৫ মার্কিন ডলার                আমদানি ,০২৩ বিলিয়ন টাকা                রপ্তানি ,৭৬৪ বিলিয়ন টাকা                রেমিট্যান্স ১৭৩.২৭ বিলিয়ন টাকা                সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

রামগঞ্জ উপজেলার জনসংখ্যা ৩ লাখ ১৩ হাজার ২০৯ জন (প্রাথমিক, জুন ২০২২ পর্যন্ত)                লিঙ্গানুপাত (পুরুষ/নারী*১০০৮১.১ (প্রাথমিক, ২০২২)                আয়তন ১৬৯.৩১ বর্গকিলোমিটার (২০২২)                জনসংখ্যার ঘনত্ব ১৮৫০ (প্রতি বর্গকিলোমিটারে, ২০২২)                খানার সংখ্যা ৭৪ হাজার ৩০৮টি (প্রাথমিক, জুন ২০২২ পর্যন্ত)                খানার আকার .১৫ জন (২০২২)                সাক্ষরতার হার ( বছর  তদূর্ধ্ব৮২.% (২০২২)                জনসংখ্যা বৃদ্ধির হার .৮৪% (প্রাথমিক, ২০২২)                গ্রামের সংখ্যা ১৪৫ (২০২২)                মৌজার সংখ্যা ১৩২ (২০২২)                ইউনিয়নের সংখ্যা ১০ (২০২২)                পৌরসভার সংখ্যা ০১ (০৯টি ওয়ার্ড ও ১৮টি মহল্লা সম্বলিত, ২০২২)                                সূত্র : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)                 

১০-২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাতেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ‘৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪’ বাস্তবায়িত হচ্ছে                অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন       


শিরোনাম
রামগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ ১০-২৬ ডিসেম্বর
বিস্তারিত

“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১০-২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাতেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ‘৪র্থ অর্থনৈতিক শুমারি ২০২৪’ বাস্তবায়িত হতে যাচ্ছে। ব্যুরো কর্তৃক নিয়োগকৃত শুমারিকর্মীগণ পরিচয়পত্র সাথে নিয়ে ডিজিটাল Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে উপজেলার সকল স্থায়ী/অস্থায়ী প্রতিষ্ঠান (সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত অফিস, হাটবাজার, মার্কেট/শপিং সেন্টার, দোকানপাট, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, কারখানা, কোম্পানি, এনজিও, ক্লাব, হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডা ইত্যাদি), প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডসম্পন্ন খানায় (পরিবার) ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলি, জনবল, সম্পদ এবং মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন। নতুন, বৈষম্যহীন বাংলাদেশের প্রেক্ষিত ও পঞ্চবার্ষিক পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ইত্যাদি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ইউনিটের অবকাঠামোগত উন্নয়ন ও বিদ্যমান সমস্যা নিরূপণ করে সমাধানের মহাপরিকল্পনা গ্রহণ এবং বিজনেস রেজিস্টার প্রণয়নে এ শুমারির গুরুত্ব অপরিসীম। শুমারিতে প্রদত্ত সকল ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে। পরিসংখ্যান আইন ২০১৩ ও শুমারি আইন ১৯৭২ অনুসারে, দেশের সকল খানা ও প্রতিষ্ঠানসহ যে কোনো স্থানে শুমারিকর্মীর প্রবেশাধিকার রয়েছে এবং খানায় বসবাসকারী ও প্রতিষ্ঠানে কর্মরত দায়িত্ববান সকল ব্যক্তি তথ্য প্রদানে বাধ্য। তথ্য সংগ্রহে অসহযোগিতা ও তথ্য প্রদানে অপারগতা আইনত দণ্ডনীয় অপরাধ।


রামগঞ্জ উপজেলায় মোট ৪টি জোনে ১ জন উপজেলা শুমারি সমন্বয়কারী (ইউসিসি) কাম জোনাল অফিসার, ৩ জন জোনাল অফিসার, ৪ জন আইটি সুপারভাইজার, ২৬ জন সুপারভাইজার এবং ১৪২ জন তথ্য সংগ্রহকারী শুমারিকর্মী হিসেবে দায়িত্ব পালন করবেন, যারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উপজেলা শুমারিকর্মী নির্বাচন কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। আগামী ০৫-০৮ ডিসেম্বর রামগঞ্জ উপজেলার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদেরকে প্রশিক্ষণ প্রদান করবেন ইউসিসি কাম জোনাল অফিসার, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারগণ। উল্লেখ্য যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র অফিস আদেশ অনুসারে রামগঞ্জের পরিসংখ্যান কর্মকর্তা জনাব মীর আন্‌-নাজমুস সাকিব প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা ও মাস্টার ট্রেইনার হিসেবে চট্টগ্রাম-৪ (মীরসরাই, সীতাকুন্ড ও সন্দ্বীপ) শুমারি জেলার জেলা শুমারি সমন্বয়কারী (ডিসিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন বিধায় তাঁর পরিবর্তে রামগঞ্জের ইউসিসির দায়িত্ব পালন করবেন পরিসংখ্যান তদন্তকারী জনাব মো: হান্নান মিয়া (মুঠোফোন # ০১৮১৪৪৭৪৯২০)।    


রামগঞ্জের পরিসংখ্যান কর্মকর্তা জনাব মীর আন্‌-নাজমুস সাকিব জাতীয় গুরুত্বপূর্ণ এ তথ্য সংগ্রহ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সঠিক পরিকল্পনা প্রণয়নে সঠিক তথ্য প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান।  

ডাউনলোড
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
21/11/2024
আর্কাইভ তারিখ
30/06/2025